আলোছায়া চৈতালী সন্ধ্যায়
আনমনে বসে একা জানালায়
নির্ঘুম রাত্রির উদাসীন আঙ্গিনায়
সুরভিটা ঝুলে কার আগেতো তা' বুঝি নাই
দিন ক্ষণ গুজে ভাবি নিশ্চল নিরালায়
বৈশাখী ঝড় এলো - এই কোন অবেলায়!


কোন ছলে কাছে আসে এলোমেলো দু’টি মন
ভরে গেলো সুরে সুরে চরাচর ত্রিভুবন!
স্বপ্নীল রঙে ভাসে চন্দ্রিমা যামিনী
এত সুখ এত প্রভা, আগে কভু দেখিনি!
উন্মন দিশাহীন মন হলো রঙিন
স্বপ্নের আরশীতে রাত ভোরে এলো দিন!


নির্মোহ বাতায়ন তা'র পাশে সুষমা
কবরীতে বেলীফুল সুবাসের মায়া যা'র
সাধ হয় ছুঁয়ে দেখি কুন্তল বেণী তা'র,
শতধা সমীরে বাজে কুহকিনী নিক্কণ
বইছে ঈথার জুড়ে রুনুঝুনু সারাক্ষণ
সাধ হয়, বড় সাধ ভালবাসি বার বার!


----------------------------------
⭐ কবিতাটি "শতরূপে ভালোবাসা" (পৃষ্ঠা-১০০) কাব্যগ্রন্থে প্রকাশিত।