ভে‌ঙচি কেটো না আয়নায় সেও ভেংচাবে
ছায়াকে পা;
দেখো, সেও দেখাবে তোমায়!
নদীকে শাসন করো না কোন ভালবাসার বাঁধে
সে বাঁধন ধুয়ে যাবে!
বন্ধ করো না আকাশ - নয়ন পল্লবে
সে আকাশ নিভে যাবে!


স্বপ্ন মুছে দিও না –
আঁধারে জীবন ছেয়ে যাবে!
ক্লিষ্ট বেদনার অমোঘ বিধানে
জড়িয়ো না তাকে
সে বাঁধন টুটে যাবে!
সময় বেঁধো না তোমার সীমিত ফ্রেমে
কালের স্রোতে সে গড়িয়ে যাবে!


ফুল ফুটাও –
রূপে সৌরভে দেখো; সে তোমায় ভরিয়েই দেবে!


- - - - - - - - - - - - -  - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৪৩) কাব্যগ্রন্থে প্রকাশিত।