ভুবনের রঙ্গশালায় পল-খনিকের অভিনয়
পাঠ-পর্ব শেষ করেই ফিরতে হয় আপন ঘর।
সুপারসনিক দ্রুতগতি - পাল্টাচ্ছে সময়, 
পাল্টে যাচ্ছে সমাজ মনন চিন্তারেখা
আন্তঃমানুষ সম্পর্ক আর চিরচেনা বোধ। 
মানবিকতার অলস শেকড় ভিত হারাচ্ছে, 
ক্রমেই যেন যাচ্ছে ধ্বসে মানব নদীর পাড়। 
আত্মকেন্দ্রিকতায় দিনে দিনেই হয়ে চলেছে
সমাজ মনন অসার।


যুগ-বাস্তবতার পাঠ আজ বড় অচেনা লাগে -
বাসি হলে 'আজ' হয়ে যায় 'গতকাল' 
স্থান-কাল এক করে সময়ের ঘনত্ব খুঁজি।
ক্ষণিকের কিছু স্মৃতি ধরে রাখি মায়ায় 
সহজে যা যায় না ভোলা, না যায় ফেলা
যত হয় পুরনো তার গন্ধ যায় না মুছে
মনের প্রকোষ্টে থাক না তা সযত্নে তোলা।


দেখি ধরিত্রী বুকে - অকারণ ক্লেশ,
আর মানবতা মুছে শুধু হানাহানি!
জানি এক জনমেই মিলবে না আর সবকিছু
জানাই শত ধিক্ মানব নামের দানব পশুদের
দ্বন্দ্ব বিভেদে মূঢ়তাকে যারা আনছে টানি
সদা অধীর যারা ধেয়ে যায় অলীক স্বপ্নপিছু।


ওরে, অন্তর মাঝে চেয়ে দেখ একবার -
কে করছে বাস সেথায়
বৃথাই কেন খুঁজে ফেরা তবে এপাশ আর ওপাশ?
প্রতিহত কর আজ নখর-ছোবল সেইসব দুষ্ট শ্বাপদের।