তোমার গড়নে কি আছে, হে প্রিয়তম!
চোখযুগল আটকে রাখে ওই ভূম্।
একবার যে দেখেছে তোমারে; মরেছে!
আমিতো দেখেছি বারেবারে কল্পলোকে।
ঈশ্বরের রূপমঞ্জরি তোমাতে সৃষ্টি!
সেই অগ্নিতে দুই চোখ তপ্ত; শ্রেয়সী।
আমাবস্যা নিশিতে তোমায় নিমন্ত্রণ।
আঁধার কালোয় রেখো তোমার চরণ।


আহ! কি অপূর্ব, তোমার হাসি; প্রেয়সী!
লালপদ্ম ঠোঁট, পাপড়িজোড়া উর্বশী।
তোমার মরুভূমে সমুদ্রের জোয়ার,
ঢেউয়ের ভাজে ভাজে হিম রক্ত স্রোত।
তোমার গাঢ় উষ্ণতা আমার শরীরে;
তুমি সঁপেছো আমায় তোমার গড়নে!