আমাদের জ্ঞান যতো বাড়ে
পরিধি যেন ততোই কমতে থাকে।
দৃষ্টি হয়ে আসে আরও সংকীর্ণ।
হিসাবের বাইরে আর হিসাবে মেলাতে যাই না।
ছাত্র থেকে আমরা হয়ে যাই শিক্ষক,
অকাতরে জ্ঞান দান করি।
নতুন জ্ঞান আহরণে জাগে অনীহা।
আপন কুন্ডলীতে বসে থেকে
আত্মতৃপ্তির ঢেকুর তুলি।
আর জড় থেকে আরও জড় হয়ে উঠি।
জ্ঞান অর্জন করতে করতে
পরিণত হই অকাট মূর্খে।