ভালোবাসলে-
মানুষ কেমন জানি বেহায়া হয়ে যায়,
ভুলে যায় ব্যক্তিত্ব, আত্মসম্মান।
নিজেকে আজকাল বড্ড বেশি
বেহায়া বেহায়া লাগছে কেনো?
একি ভালোবেসে বিসর্জিত হৃদয়ের সতর্কবার্তা
নাকি মানসিক অসুস্থতার অনাকাঙ্ক্ষিত লক্ষণ?
যাকে কাছ থেকে দেখার জন্য খুন করেছি
দূরত্বের সীমা,
কাছে এসে দেখি সে চলে যাচ্ছে
নেপচুন পেরিয়ে বেনামি নক্ষত্রের খোঁজে।
আমি নির্বাক চোখে তাকিয়ে থাকি
কখনো আকাশের দিকে
কখনো মাটির দিকে।
হাঁটতে থাকি অজানা গন্তব্যে।
দেখি-
একটি প্রজাপতি আঁটকা পড়েছে মাকড়সার জালে,
একটি গোলাপ আত্মহত্যা করেছে মানুষের পদপিষ্ট হয়ে,
পাহাড় কষ্টে অভিমানী নদী
ঝাঁপিয়ে পড়ছে সাগরের বুকে।
আর আমার পাশ ঘেষে দাঁড়িয়ে আছে
একটি অতৃপ্তিকর জীবনের মৃত্যু রেখা।
ভেতর ভেতর একটা কেমন জানি শান্তি পেলাম।
আমি জেনে গেছি,
মৃত্যুই পৃথিবীর শ্রেষ্ঠ বেহায়া,
তাকে যতোই বারণ করো, সে আসবেই।
বেহায়া প্রেমিকের মতো।