এক ফোটা ভালোবাসা পেলে;
আমি এক মুহূর্তে ছুড়ে ফেলে দিতাম
আমার বেঁচে থাকার সমস্ত অনিচ্ছা।
শুধু এক ফোটা ভালোবাসা পেলে
আমি মাকড়সার মায়ে'র মতো নিঃশেষ করে নিতাম
আমার এলোমেলো কালবৈশাখী অতীত,
তার নামেই লিখে দিতাম
আমার স্বপ্নমাখা বর্তমান, বসন্তমাখা ভবিষ্যৎ।
শুধু এক ফোটা...
এক ফোটা ভালোবাসা পেলে
ভিসুভিয়াসে করতাম গোলাপের চাষ,
মন্দাকিনী'তে খুঁজে নিতাম গঙ্গাজল।
শুধু এক ফোটা ভালোবাসা পেলে
আমি ভুলে যেতাম নাফিজা ওমরের অভিশাপ,
ভুলে যেতাম মারণাস্ত্র তৈরির ফর্মুলা।
একফোটা ভালোবাসা পেলে-
আমি ভুলে যেতাম খিদের জ্বালা,
প্রতিবেশী'র অপমান,
সহকর্মী'র উপহাস।
একফোটা ভালোবাসা পেলে-
আমি ভুলে যেতাম উগ্রবাদী হামলায়
ক্ষত-বিক্ষত মানুষের আর্তনাদ,
ধর্ষিতা বোনের আহাজারি।
শুধু এক ফোটা ভালোবাসা পেলে-
আমি মৃত্যুর পরও ফিরে ফিরে আসতাম মানুষ হয়ে,
বিনামুল্যে বিক্রি করতাম ভালোবাসা।
বিশ্বাস করুন-
শুধু এক ফোটা, শুধু এক ফোটা ভালোবাসা পেলে-
আমি পৃথিবীর বুকে এঁকে দিতাম সবুজ নকশা।


সে ভালোবাসা পাইনি বলেই..
আমি বিষাক্ত নাগিনী মতো দংশন করছি মানুষের ফুসফুস।