আমি কবিতার ছলে
রক্তমাংসে মানুষের মাঝে খুঁজে বেড়িয়েছি
শুধু এতটুকু মানবিকতা!
দেখেছি কেবল গোপনে থাকা
হিংস্র পশুর অস্তিত্ব।
পরক্ষণে-
একঝাক শকুন তেড়ে এসেছে আমার দিকে,
একঝাক কুমির উঠে এসেছে জল থেকে,
পৃথিবীর তাবুত হিংস্র পশুরা এসেছে দল বেঁধে।
সকলের একই কথা-
তুমি ভুল করেছো কবি,
আমরা মানুষের চেয়ে হিংস্র নই।


অতঃপর
আমি ক্ষমিত দৃষ্টিতে তাদের সামনেই লিখে দিলাম-
পৃথিবী রূপ নিয়েছে রাক্ষস পল্লীতে।


ক্ষাণিক পর-
একঝাক রাক্ষস তেড়ে আসছে আমার দিকে।
আর
আমি পালাচ্ছি কবিতা থেকে,
এখনো পালাচ্ছি,
এখনো পালাচ্ছি।