শূন্য রাস্তার বুকে অবিরত হেঁটে চলা,
মনের ভাবনা প্রকাশের শব্দগুলো
প্যারালাইসিস রোগে আক্রান্ত,
অন্ধকারাচ্ছন্ন রাস্তার পাড়ে কবি একা,
সামনেই তিন পথের মাথা,
রাস্তার মাঝে বেওয়ারিশ কুকুরের লাশ,
পাশে দাড়িয়ে সাথী কুকুরের কান্না,
ঘেউ ঘেউ চিৎকারে-
অপমানিত মানবতা।
শংকিত বর্তমান, ভবিষ্যৎ
কবি ভুলে যায় কবিতা,
ঘরে ফিরে আলো জ্বালাতেই
টেবিলের উপর শুয়ে থাকা ডায়েরীর দিকে চোখ,
কবি সে দিন প্রথম শুনেছিল-
শূন্য মানবতায়
অবিক্রিত পাণ্ডুলিপির কান্না।