মৃত্যু'র লক্ষ্যে
মানুষ হেঁটে যায়,
প্রেমিক দৌড়ায়।
তবু আমি প্রেমিক হবো...
আমি কবি-
আমি মৃত্যুর বুকে জন্ম এঁকে দিতে পারি।


আমি গোলাপের গন্ধ চুরি করতে আসি নি,
আমি আসিনি প্রজাপতির রং মুছে দিতে।


আমি সভ্যতার আগুনে পুড়ে যাওয়া মাটির বুকে
করবো গোলাপের চাষ,
আমি পতিতার পায়ে লুটিয়ে দিতে পারি
পবিত্র হৃদয়।


আমি প্রেমিক,
আমি কবি,
আমি হাসতে হাসতে বরণ করতে পারি মরণের সুখ।