আমার নদীর জলকে ।।।।যারা নোংরা করেছে।।।আমি অভিশাপ দিচ্ছি ।।।অন্তর থেকে।।।।তারা যেন হয় ।।।পাহাড়ের মত নিঃসঙ্গ।।।জলহীন মরা ঝর্ণা।।।।আমার নদীকে যারা ।।।মরা কান্নায় ভালবাসে।।।।তারা যেন হয় ।।।প্রেমহীন মরুভূমি।।।।।এই জল আমার।।।।এই নদী আমার।।।।।আমি সারারাত জেগে।।।। উষ্ণতায় ভেসে।।।।কীর্তনখোলাকে বর্গা। ।। নিয়েছি ।।।সুদে আসলে।।।