আমি ক্ষিপ্ত , নিশ্বেষ হিয়া।


রক্তিম চক্ষু, তোমার দেওয়া অশ্রু দ্বারা।


মোর ললাট খানি পোড়া, জ্বলে হিয়া  খানা।

তোর অনলে পুড়লো এ মন,করলি পাগল পারা।


বিশ্বাস খানি মোর ভেঙ্গে দিয়ে,জীবন জালা পালা।


চোখের জলে নদী করে তাতে আমি ভাসি।


আজ তোর প্রেমেতে অন্ধ হয়ে জীবন নদীর মাঝি।