আমার নিদন কালে থাকবে যে জন,
সেই মন মোর আপনা জন।
যে দিনে দেখে থাকে পাশে ,
হইবে সে জন আপন ভূবনে।
মনে টানে সে মন ,যে মন বুঝে আপনার মন।
যে জনা করে প্রেম নিজে ,
সে বুঝে আপন বেদনা এই ভূবনে।
আহ! কি বেদনা,নিজে ত্যাগি রহেছে যে মন,
করে সেবা আপনা,সে জন আপন ভবে মোর আপন জনা।
মোর দুখে সুখে তরে যারে পাহি পাশে সব খানে;
আপন আমার সেই জন এই ত্রিভূবনে।
আমি যাহা করি পাপ ,সফি নিজেরে আধারে,
যেই জন বলে ওহে ! না যাও ,না যাও ও পথে।
চিনেবে সেই মানব তবে নিকটে কে তোমার,
সদা চাহে ভালো আপনার এই ত্রিমাঝার।
আহ! কি, বলি তবে,সেই জনা রবে আপন মোর,
বিপদে আপদে পাশে যে মোর রবে।