আমি কে?
জবাবে বলি হে।
আমি সে ২০২০ ,
আমি সেই প্রথম আশা অনু।
আমি সেই নিক্ষুত জীবাণু।


কাজ কি?
কাজ শুধু ধরা,
ধরিলে না ছাড়া;
আমার নাম করোনা,
যাকে ধরি ছাড়িনা।


তাতে কি?
তাতে হয় মৃত্যু,
কষ্টের সৃষ্টি।
দেয় হাচি,কাশি কি,
বন্ধি হয় সে।


এর পর আর কি?
আমি মৃত্যুর খোরাকি,
বিশ্বের ভয়।
সৃষ্টিতে আতঙ্ক,
মৃত্যুর ডল।


আমাদের কাজ কি?
কাউকে চিনিনা,
কারো সাথে মিলিনা,
কে তুমি ও কি?
থাকো তুমি একাকি,
একা তুমি থাকিলে,পাবেনা আমাকে,
হাত ধুই (২০) বিশ সেকেন্ড।


গরম পানি খাওনি?
গলাতে থাকিলে ,পানিতে মিলিবে,
পানি খাও বেশি বেশি,
হালকা লবন পানি ,গরম করে খাওনি?
গলা ব্যথা হলে কি?
গরম পানি খাবে তুমি।


মুখে তুমি নেও কি?
ঢাকনা দেও কি?
ঢাক্না খুলিলে ,
হামলা করিবে।


আমি আজ ২০ ,বিশে বিষ করে দিবো সবিকে।
১৯ বলে আজ চিনেছে মোকে,
আমি করোনা ,আমি বিষাক্ত জিবাণু,
আজি আতঙ্ক সারা মানব জাতী।