ইত্যবসরে হ'লই যখন দেখা,
ন'টা সতেরোর লোকাল ধরার ছলে,
দ্রবণে চিনি,জলের শতকরা টা,
নিভৃতে মিশুক নিমেষ অন্তরালে।
লজ্জা থাকুক আনত দিঠির কোণে।
কাটুক প্রহর ট্রেনের প্রতীক্ষায়।
ন'টা সতেরো...সাতাশ ই না হয় হ'ল,
জীর্ণ সময় সুযোগ দিয়েই যায়।
লাবণ্য তার অমিত ধারায় বয়ে,
লগ্নজিতাই রয়ে যাক মনে মনে।
জন্মের পর জন্ম ইস্টিশানে,
দেখা হতে থাক রেখা নাসিরের সনে।