বেশ্যা আমি আমার কাছে,
পাল্টিয়ে যাই রং আর তুলি।
বেশ্যা আমি তোমার কাছে,
পয়সা ছাড়াই কাপড় খুলি।
বেশ্যা আমি সকাল-সাঁঝে,
বেশ্যা আমি জীবনবোধে।
বেশ্যা আমি নকল হাসি,
নকল কান্না,নকল ক্রোধে।


______________________



(আমার এ লেখার উদ্দেশ্য কোনো নির্দিষ্ট পেশার মানুষ কে হীন প্রতিপন্ন করা নয়।বরং সেই আমি,যে নিজেকে ভদ্র,শিক্ষিত বলে মনে ক'রে কথায় কথায় অন্য কে ভিখারী,হিজড়ে,রাস্তার কুকুর,বেশ্যা ইত্যাদির সাথে তুলনা ক'রে সজ্ঞানে বা অবচেতনে তাদের কে(ভিখারী,কুকুর,হিজড়ে,বেশ্যা দের কে) নির্মম অপমান করি সেই সমস্ত 'আমি'র  কথা মনে ক'রে এই শব্দ গুলো মাথায় এসেছিল।


জানি,একটা চার লাইনের লেখার জন্য যদি চব্বিশ লাইন লিখতে হয় তবে ওইরকম চার লাইন না লেখাই ভালো।


তবুও যদি কেউ,বিশেষ করে আমার শ্রদ্ধেয় অগ্রজরা,এই লেখায় আপত্তিজনক কিছু মনে করেন,এ লেখা আমি প্রত্যাহার করে নেব।)