বসন্ত তার বসন খানি মেলি,
সুন্দরী সাজে সাজায় বসুন্ধরা।
নতজানু হয় প্রেমিক নীলাম্বরও,
ধরিত্রী সে যে স্বপ্ন স্বয়ংবরা।
রাত্রি শেষের গন্ধে মাতাল তারা,
মুক্তি চাইছে সেই দিন কার মত।
ক্ষান্ত আঁধার বিমল সুপ্রভাতে,
ধুয়ে দিয়ে যায় বিগত রাতের ক্ষত।