শ্রাবণে-ফাগুনে,বৃষ্টি-আগুনে
চাইছে যা সব তোমার হৃদয়-
হোক একবার।


মাতাল দুপুর,সন্ধ্যে বিভোর,
উন্মাদ রাত
হয় যদি হোক-
হোক একবার।


প্রেমিকার ভয়ে সংকুচিত,
চোখ যদি চায় দেখতে মেলে
অন্য কোথাও গহীন নয়ন-
হোক একবার।


শাসকের রাঙা চোখে চোখ রেখে
বলতে কথার হয়েছে সময়?
হোক একবার।


চারিদিকে ওরা করেছে যখন
বন্ধ সকল রাস্তা তখন-
বাধ্য হয়েই চিত্কার করে ডাকতে
চাইছি তোমাকেই আমি -
হোক একবার-
"পথে এবার নামো সাথি
পথেই হবে এ পথ চেনা"-


এই যুদ্ধেও যাই যদি হেরে,
ফুল হয়ে যদি আর না কখনও
ফুটতে পারি...
তাও যদি মন চাইছে যেতে
তোমায় বলে...
হোক একবার-
"Una mattina mi son svegliato,
o bella ciao, bella ciao, bella ciao ciao ciao!"


এসেছে সময় ঘুরতে যাওয়ার
ঘুমের দেশে...
আসছে ভেসে সেই চেনা সুর
প্রথম যেটুক পড়ছে মনে...
শুনেতো ছিলাম মায়ের মুখেই....
হয় যদি হোক,
হোক না শেষ বারের মতোই...
হোক একবার-
"তুই ফেলে এসেছিস কারে
মন মনরে আমার,
তাই জনম গেল শান্তি পেলি না রে
মন মনরে আমার...."।