আমার দুঃখ সুখের কথায়,
দারিদ্র আর বিলাসিতায়,
দিন যাপনে অষ্ট প্রহর
সুরটি তোমার বাজে।
বাতাস যখন কানে কানে,
সেই কথাটি বয়েই আনে,
হঠাৎ কেন হয় যে ছুটি
সকল কাজের মাঝে!


দিন দুপুরের মধ্যে এমন
আঁধার আসে ঘিরে!
দূরে কোথায় অশথ শাখে,
মন কেমনের পাখির ডাকে-
তোমার স্মৃতির একটি দুপুর
বুক খানি যায় চিরে।


ভাবছ বুঝি এসব আমার,
অলস দিনের কাব্যে তোমার
অতীত ঝুলি বৃথাই ঘেঁটে
তোমায় কাছে পাওয়া?


তাই সে না হয় সত্যি হলো।
উড়ল খানিক স্মৃতির ধুলো!
না হয় কথা ফুরিয়ে এলো!
বইল দখিন হাওয়া।


যাওয়ার বুঝি ডাক এসেছে..
পিওন গেলো বলে।
গুছোই তবে কথার টেবিল,
থামুক নাহয় স্বপ্ন মিছিল।
হয়তো আবার এমনি করেই,
হঠাৎ নীরবতা..!
নামবে নাহয় কাজের মাঝে,
এমনি দুপুর কিংবা সাঁঝে...
স্রোতস্বিনী-পাহাড় খাঁজে
আবার হবে কথা....