দেখা হবে সেই সন্ধির ক্ষণে অপরাজিতা,
গোধূলি বক্ষে জ্বলবে যখন দিনের চিতা।
দিনান্তের ঐ নরম আলোর গন্ধ মেখে,
না বলা কথার 'কথা দেওয়া' টায় ভরসা রেখে-
জন্মের পর জন্ম আমায় আসতে হবে।
খণ্ডিত যত তোমাকে পাওয়ার সে বৈভবে।
চোখের ভাষার অনুবাদ হবে সাঙ্গ যখন,
আসা ও যাওয়ার এই খেলা পাবে মুক্তি তখন।
সায়ন্তনের সেই আশাতেই কাটছে যে দিন।
হয়ত পথেই শুধে যেতে হয় সময়ের ঋণ।