আলো আঁধারের হয় না তো দেখা,
হবেও না কোনোদিন।
একে অপরের পথ চেয়ে থাকা
তবুও ক্লান্তিহীন।
সারা রাত জেগে বসে থাকে,ভোর
ফাঁকি দিয়ে যায় পাছে।
আসুক বিহান একটি কথাই
শুধাবারে তার আছে-
কোন্ জন্মের,কী অপরাধের
শাস্তি হয়েছে তার?
সকালের মুখ দেখবারও নেই
রাত্রির অধিকার!