সেদিনও দুপুর এমনই দহন ঢালা।
সেদিনও বিকেল গুমোট ছিল যে বড়।
সেদিনও সাঁঝের সন্ধ্যাতারা টি একা!
সেদিনও তোমার কায়াখানি জড়োসড়ো।


সেদিনও বাতাসে রিনিরিন সুর বেজে,
এঁকে দিয়েছিল মধুরের আল্পনা।
সেদিনও রাতের গন্ধ টুকু কে মেখে
আলাপের কতো নিঠুর সম্ভাবনা!


সেদিনও তোমার উদাসী আঁখির কোণে,
শ্রাবণ মেঘের অদ্ভুত যাতায়াত!
সেদিনও ভোরের আগত সম্ভাষণে,
বিগত নিশির সকরুণ পরিহাস!


তবুও সেদিন বার বার আসে ফিরে,
স্বপ্নে আমার গোপন গন্ধ ঢালা।
তবুও আমার সব ফুল আজও ফোটে,
শুধু গেঁথে নিতে তোমারই বরণমালা।