তুমি না চাইলে অহেতুক হত
কালো আকাশের তারা।
অহেতুক হত
শ্রাবণের জলধারা।
তুমি না থাকলে মিথ্যে হত যে
একরোখা নদী স্রোত।
মিথ্যে হত যে-
অন্যায় মুখে গড়ে ওঠা
সেই সমস্ত প্রতিরোধ।
স্বপ্নেরা আর জেগে উঠত না
ঘন আঁধারের মাঝে।
সেজে উঠত না সাঁঝবাতি আর
ছোট মেয়েটার সাজে।
তুমি না থাকলে নীলাম্বরীর
আঁচল যেত যে পুড়ে।
বাঁশির ডাকেও উতলা হত না
মীরার বক্ষ জুড়ে।
তুমি চাও তাই আজও ঘটে এত মন্দের মাঝে ভালো।
তুমি আছো,তুমি আছো তাই আছে
আঁধারের শেষে আলো।