অথচ আমি শুধু তারই ভালোবাসা চেয়েছিলাম।
যদিও বা আমি জানতাম তার কাছে আমি প্রচন্ড অপ্রত্যাশিত।
সে জগতের সকলের ভালোবাসা চাইলেও
আমাকে চায় নি।
ভেবেছিলেম
সমুদ্র পাড়ে পূর্ণ চাঁদের নিচে
হাত ধরে শুধু এই একটি মানুষের কাছেই
গোটা পৃথিবীর নালিশ দেবো।
কিন্তু
যেদিন প্রথম খুব আয়োজনে
তাকে ভালোবাসি বলতে চেয়েছিলাম
তার আগেই সে শরীরের স্বাদ চেয়েছিলো
আমি বুঝতে পারিনি যাকে ভালোবাসি
তাকে মনের পরিবর্তে শরীর কি আসলেই দেয়া যায়?
বুঝতে পারিনি, মন আগে না শরীর?
আমি অবশ্য জানতাম
ভালোবাসা মনের পথে থাকে,
ভালোবাসা চোখে থাকে।
কিন্তু বুঝে উঠতে পারিনি
এই মর্ডানিজমের যুগে
উঁচু দালানের মাঝে
কথায় কথায় ভারী ইংরেজি বলা মানুষের কাছে
ভালোবাসা শুধু
শরীরের ভাজে,নিশ্বাসে ওই এলো বিছানায় থাকে।
অথচ দিনশেষে ওই মানুষটিও ভালোবাসার জন্যই কেঁদেছিলো।
আমি প্রশ্ন করিনি যে কষ্ট
সাতশো বিলিয়ন মানুষের
যে কোনো একজনের ভালোবাসায় যায়,
তা কেন আমার ভালোবাসায় যায় না?
উত্তর আমি এখন জানি।
আসলে তার কাছে ও ভালোবাসা ভয়ানক সুন্দর,
যখন তা কোনো সুন্দর মানুষের কাছ থেকে আসে।
আমার মত কেউ,
যাকে নিয়ে বন্ধু মহলে কিংবা অফিসে
ট্রফির মতো দেখানো যায় না,
তার সাথে
শরীরী খেলায় মেতে উঠলেও
ভালোবাসাটা অন্তত যায় না।
ভালোবাসাটা নাহয় তোলা থাকুক সেই সকল ট্রফির জন্য।
কি এসে যায় যদি সে ভালো না বাসে?
ভালোবাসা বিনেও আমি আজকাল দিব্যি আছি।