যারা বলিস,
নারী অতি তুচ্ছ।
পরের বোঝা হয়ে আজীবন শুধু অন্ন ধ্বংস করে।
খুব সস্তা বাজারের পণ্যের মত।


তাদের বলি,
ওহে অত্যাচারী!
আজ যাকে দুর্বল ভেবে প্রতিনিয়ত দিচ্ছিস নির্যাতনের আচর,
ভাবিসনে কাল সে ভাঙবে তোর পরাধীনতার পাঁজর।


ও হে নরপিশাচ!
তুই কার দিকে তোর ওই হিংস্র চোখ দিয়ে তাকাস
সে যে অগ্নিশিখা,
একবার জ্বলে উঠলে পুড়ে ছাড়খাড় করে দেবে তোর ভেতরের পশুত্ব কে।
ওহে নির্দয়!
কার নিষ্কলুষ মনকে কলুষিত করে ত্যাগ করিস,
উপরওয়ালা তোর ধ্বংস অতি সন্নিকটে রেখেছে মনে রাখিস।