নিস্তব্ধ প্রকৃতি, নিঝুম রাত।
কখন যে আসিবে রাঙ্গা প্রভাত!


কে তুমি?
যে আছো আমার হৃদয় জুড়ে।
কই দেখি না তো তোমায় এই অন্ধকারে।


হায়! এ পরানো আমার ব্যাকুল তোমারো লাগি,
তাইতো বিনিদ্র রাত্র জাগি।


কোথা পাবো তোমারো দেখা,
ওগো মোর প্রাণেরো সখা।


দেখিলে তোমায় জুড়াইবে মোর প্রাণ,
শীতল হইবে মনঃকাম।
ওগো তুমি তো সেই,
আমার স্বপনের অনুপম।