বাংলা আমার মুখের বুলি মা আমার দেশ,
ফুলে-ফলে রূপে গুনে নাইকাে তাহার শেষ।
নিশি ধরে শশীর কিরণ জোসনা ছড়াই সুখে
উষার কানন জূড়ে বেড়ায় ভ্রমর ঝাকে ঝাকে।
সকালের ঐ সোনার রবি, বাংলামাকে রাঙায়
বৈকালের শেষ বেলাতে কপালে টিপ পরায়।
ধুসর মেঘের আচলেতে নীলনভ মুখ লুকায়,
ঝির ঝিরিয়ে শির শিরিয়ে বাদলের গান শুনায়।
আমার দেশের মাটি খাটি সোনাই শুধু ফলে
সোনামুখী ধানের গায়ে প্রভন দ্যাখো দোলে,
আমার সোনার গ্রাম বাংলায় ছোট্র কুটির ঘরে,
ছনের পাতার ছালে ছালে সোনা রোদ্র ঝরে,
দুপর ক্ষনে ক্লান্ত মনে কৃষক হারায় দিশে
শীতল হাওয়ায় বটের ছায়য়াই পরাণ জূড়ায় বসে।
রাখাল ছোড়ার বাঁশী যেন দেশের কথা বলে
দেশ আমার এই মাটি আমার আমি দেশের ছেলে,
আমার সোনার দেশের নামটি বুকের রক্তে লিখা
লাখ শহীদের মুখ খানিযে সবার চিত্তে আঁকা।
আমার দেশের মলয় জূড়ে বোনের হাঁহাকার
ভাইয়ের হৃদয় ডাকছে ভাইকে দ্যাখোযে বার বার।