“রাজা” আমি রাজ্য আমার; প্রজাই মূলধন
ওদের রক্তে গড়া আমার সোনার সিংহাসন ।


সুখে-দুখে সকল প্রজার থাকব পাশে বলে
রাজার মুকুট মাথায় দিয়ে গিয়েছি সব ভুলে ।


গরীব চাষা আমার “প্রজা” দিন আনে দিন খায়,
তাহার পিঠে চাবুক ছূড়ি খাজনা দেনার দায় ।


ঘোড়ায় চড়ে টবক টবক রাজ্য শাসন করি
আমার ভাল আমি খুঁজি প্রজাদেরকে মারি ।


রোদ আগুনে পূড়ে “প্রজা” মাঠে ফসল ফলায়
পশুর মত সে ফসলে আমি যে ভাগ বসায় ।


আমি “রাজা” হিংস্র বাঘ খাই প্রজাদের গোস্ত,
সম্পদ আমার অনেক অনেক চাই আরো সমস্ত ।