বাংলা বধু বাংলারই রূপ!
পড়লো সবুজ শাড়ী,
বসন্তেরই বাতাশ দোলে নাচন নাচন করি!


ডালে ডালে কোকিল ডাকে
পাতার নূপুর পায়,
দোয়েল-কোয়েল ময়না দেখো কিযে মধুর গায়।
আবার পথে-ঘাঠে বাউল নাচে, বসন্তের গান ধরি!
বসন্তেরই বাতাশ দোলে নাচন নাচন করি!


বনে বনে ফুল ফুটিলো
ভ্রমর ছুটলো তায়,
জুঁই চামেলী বকুল দেখো গন্ধ যে বিলায়!
আবার শিমুল গছে লাগলো আগুন, দেখতে দারুন বারী!
বসন্তেরই বাতাশ দোলে নাচন নাচন করি!