আমি জীব খোদার সৃষ্টি মানুষ;
তবে ওরা কি মানুষ নহে !
আমার জীবন, জীবন্ত আমি,
তবে ওরা কি জীবন্ত জীব নহে !
তবে কেন এত অমিল ?  কেন এত অসাধারণ দূরত্ব ?
প্রশ্ন জাগে মনে।
যখন হিম কুহেলি ফোঁটায় ফোঁটায় ঝরে আর শন শনে বায়ু কন কনে শীত বিলায়,
ওই রজনীতে।
তখন নিজেকে লুকিয়ে রাখি চার দেয়ালের ঘরে-
উর্ম চাদরে কোমল বিচানায় জড়িয়ে রাখি নিজেকে,
ভাবি আনন্দ বিলাসের যতসব রঙ্গ ভঙ্গ ভাবনা।
একবার ও ভাবিনা খোলা আকাশের নিছে পথের ধারে উলঙ্গ গায়ে পড়ে থাকা
পথ শিশুটির কথা ।
তবে কি সেই উর্ম, উষ্ণতা, রঙ্গিন ভাবনা আমায়
সত্য কারের সুখ দিতে পারে ?
প্রশ্ন জাগে মনে।
যখন কোন খনে দুহাত পেতে ছেয়ে থাকে আমার পানে কোন এক "পথশিশু"
এক মুঠ অন্নের লাগি-
দেখে মনে হয় কতদিন সে খায়নি চোখ দু’খানা শুকিয়ে গেছে
হয়ত জলও নেই তাতে তাই সে কাঁদতে পারছে না।
কণ্ঠটা সব্দ হওয়ার পথে প্রায়-
তাই সে চিৎকার করে বলতে পারছেনা আমি খাব !
আমায় খেতে দাও ! আমায় খেতে দাও !
জোটেনি তার অন্ন কপালে ! তাড়িয়ে দিলাম তাকে !
তাকে ওকে ওদেরকে অনাহারে রেখে
খেয়ে নিলাম, খেয়ে নিচ্ছি সবটুকু সব খানি !
তবে কি সে অন্ন সত্যকারের ক্ষুদা মিটাতে পারে ?
প্রশ্ন জাগে মনে।
এত এত প্রশ্ন, এত ভাবনার ব্যাথা আমি যে আর সইতে পারিনা ।
আমি রইতে পারি না এই প্রাসাদে, আমায় যেতে দাও !
আমায় যেতে দাও ! ডেকো না আমায় পিছু !
আমিও হব ওদের মত;  হব "পথশিশু"