পুরোনো জলের ঘ্রাণ,
একা একা নিতে -
হঠাৎ দাঁড়িয়ে যাই একাই
নির্জন ফ্রিসবি খেলার মাঠে।
আনাড়ি শিকারির মতো
পিটপিটে চোখে তাকাই
যদিও তৃণভোজী প্রাণী শুধু নয়
লতা বেয়ে ওঠা পোকারাও
লেগে আছে মৃত। নিঝুম ঘুমে।
যেদিকে মাথা গলিয়ে দিই
সেদিকেই দুর্ভেদ্য সবুজাভ বন
আর নিরীক্ষাপ্রবণ আয়না -
কি যেন নিতে হবে সাথে
আর যা ফেলে এসেছি পথে
পরিত্যক্ত ক্যাম্পফায়ারের সাথে -
এখন শুধুই গতির স্মৃতি
পরিপাটি তৈরি করা মাঠে।
তুমি ছুঁড়ে দাও ফ্রিসবি
আমাকে ভেদ করে চলে যায়
বনান্তরে, উষ্ণ সবুজ অন্ধকারে।