রোদের পাহারায় দিনের ভেতর ঘুরি।
অন্ধকারের করুণায়, জায়গা হয় রাতেও।
তোমাদের সার্কাস তাঁবুর চারপাশে -
বসিয়ে রেখেছ ডেনজার লোগো।
ভিতরে ঘটে যাচ্ছে ম্যাজিক, সংগীত।
রূপসীরা আসলে তেমন রূপসী নয় ভেবে,
অভ্যন্তরীণ  দর্শকদের জন্য আমিও সমব্যথী।
কিন্তু ভেতরের কেউ জানে না -
কেউ একজন ঢুকতে পারছে না, শো শেষ হচ্ছে।
বেরিয়ে যাওয়ার স্রোতে, আমিও মিশে যাই।
আমাকে দেখে নিশ্চয়ই ভাবছে সবাই,
এই লোকটাও ছিল।
মেতে উঠি মুখরোচক আলোচনায়।
কীভাবে মুখে রোচে এসব, তাও ভাবি গোপনে।