গুনগুন স্বরের একটা লাজুক গানের ভেতরে বসে থাকে একটা তক্ষক।
আশানুরূপ রঙে সজ্জিত হয়ে এসে পড়ে কাঠঠোকরা,
বন্ধুত্বসুলভ কথোপকথনের আড়ালে চলতে থাকে ধ্বংসযজ্ঞ
অস্থায়ী থেকে অন্তরা
শিরোনাম হয়ে যায় অতীব পাকাফল
খসে পড়ে শুয়ে থাকে, মাদুরের মতো।
বিশ্রামের জন্য ডাকে বন্ধুদের, ডাকে আনাড়ি সঙ্গীতবোদ্ধাদের।