ছেলেধরার কাছে স্বেচ্ছায় চলে যাবো, ভাবতেই -
তার থলে থেকে বেরিয়ে পড়ে নিরীহ বিড়াল,
আর কিছু নেই। আমার দেখা শেষ হলে
শৃঙ্খলা মেনে তারা আবার ঢুকে পড়ে থলের ভেতর, ওমে।
এই পরিণত শীতে চুপিসারে ভেতরে বাস করে যে মেয়েটা-
আনমনে চাপায় লাইট গ্রীন একটা কার্ডিগান।
হাঁটতে হাঁটতে যখন মনে পড়ে ফেরার কথা
ভয়ের ঢালাইয়ে পুরো রাস্তা সয়লাব হলে, পা পড়ে।
ছেলে হতে হতে ফিরে আসে আবার, অভিমান হয়
নিজের দেশে, শীতের পিঠা খাচ্ছে, স্বার্থপর ছেলেধরা।