আমি এবং আমার দ্বৈততা, একসাথে মিলেমিশে একটা শীতপোশাক ভর্তি ট্রাংকে সারা বছর ঘুমিয়ে থাকি, ন্যাপথলিনের গানে। চৌকো বাসস্থানে, বিরোধের স্তরবিন্যাস। সেখানে, একাকী, নিঃসঙ্গ এক নির্জনতা ঈর্ষান্বিত হয়ে অন্য দুই নির্জনতাকে এক হতে দিচ্ছে না।
সবাইকে সাথে নিয়ে, এক সময় বেরিয়ে পড়ি শীতপৃথিবীতে। হিমবাহে, হিমাঙ্কের বাসনায়, নিজ নিজ আকৃতির কোমল তুষারদানব হয়ে।