পাখি যদি হয় শব্দশ্রোতা, তবে ফুলকে আমি বলবো গন্ধবিক্রেতা। এই যে দ্বিধাবিভক্ত আকাশ, তার আত্নজীবনীতে আমরা মানুষ অনাসক্ত। যদিও মেঘ তার একাংশ, তবু কেন বর্ষায় মাতামাতি?
কিছু বিষাদকে পোষ মানিয়ে তো বড় আনন্দে পড়ে থাকি। বিষাদের গায়ে রাত্রিঘুম লিখে দিতে পারলেই যেন দায়সারা।
এই স্বকৃত বিভ্রম দেখে রঙিন ঘুড়িরা হাসে। অভিমানে নিরুদ্দেশ হয় কতো না ফুলবাগান।
আলোভিখারী, আমার জোনাকিপোকার রাজ্যে তুমি নিদারুণ অন্ধ আগন্তুক ভিন্ন অন্য কিছু নও।
অশ্রু কোন ব্যর্থতা নয়, রীতিমতো ঔদ্ধত্য।