:জানিস, এই আকাশটায় মেঘ লেগেই থাকে। নাছোড়বান্দা মেঘ।
: তাহলে কি ফকককা আলো থাকবে? ঠিকরে বেরিয়ে চোখ ধাধাবে আমার? এমনিতেই ইদানিং চোখে কম দেখি।
: তুই না!! আসমানী রঙ মেঘে ভাল ফোটে। এই তোরা আমাদের সব সময় নীল শাড়ি পরতে বলিস কেন?
: তবে কি মেঘরঙা শাড়ি পরতে বলব?
: দেখিস, মেঘ হয়েই উড়ে যাব, মিলিয়ে যাব। ধরতে পারবি না।
: গলিত মেঘ বর্ষা হয়ে নামে জানি। তাতে দীর্ঘ শীতনিদ্রাও কাটে।
: নিরুদ্দেশ মেঘের খবর কেউ রাখে না।
: এত মেঘবিলাস?
: গতজন্মে জ্যোৎস্না ছিলাম। এই জন্মে মেঘ।
: তাহলে ভালোটা গতজন্মেও বেসেছিলাম। ছিলাম না বল?
: সারাটা দিন কেমন ফগ। না?
: তুই ডার্ক গ্রে হয়ে গেলি। এখন গান আসবে। হিমগান।