এক এক করে মায়া চিনেছি , তাতে ডুবেছিও বেশ । যদি মায়াহীন থেকে স্বেচ্ছায় বদ্ধ হতাম , তবে নিজের প্রতিই হত অবিচার । আসলে কি আমি একটি অবেলার ফুল , আচমকা ভেঙে যাওয়া সুখস্বপ্ন কিংবা বিলাসগন্ধ অপেক্ষা বেশি কিছু ? প্রবল স্বপ্ন থেকে উঠে আসা নিরুদ্দেশ এক নাবিক যে কিনা বন্ধনস্মৃতি ভুলে গেছে বহু আগেই । ব্যক্তিগত কবন্ধ ছাড়া যার সম্পদ নেই । যার আপাত জাগতিক কোন উদ্দেশ্যও নেই ।


পুলকগুলো আজ যেন নিশ্চল কাকতাড়ুয়া । তুমিও কেমন  পেছন ফেরা ।