নিমন্ত্রণ ছিল স্মৃতি কুড়োবার। অনেক অনেক স্মৃতি যখন জড়ো হবে, তখন আমরা নির্ভার হবো। তখন কিছু কথা হবে। অস্পষ্ট। শুনতে পাব না। এটা কানাকানি। আমরা এক টুকরো আকাশ থেকে নিজেদের জন্যই না হয় একটু বৃষ্টি নামাব। তাতে তোমার আলতা লেপ্টে যাবে, ধুয়ে যাবে না। একটু ঠান্ডা বাতাস। শিউরে  উঠবো খানিক। ঠকঠক করে কাঁপব না। আর স্মৃতিপর্ব শেষ হলে, পরস্পরকে জানাব স্বপ্ন নিমন্ত্রণ। ব্যক্তিগত বসন্তদিনে কিছু স্বপ্ন একত্রে তো দেখাই যায়।
আর থাকবে গল্পবোনা সুতো। ইচ্ছেমত গল্পশেষে তুমি তখন অন্য হাওয়া। আমি টলোমলো, তুমি ফুলপথ ধরো।