ঐ যে আনাড়ি হাতে আঁকা কতক প্রেমদৃশ্য, দেখতে পাচ্ছ?  ভালবাসার ঘরবাড়ি, ওগুলোর কোন একটাতে আমি থাকি। ওখানেই দিনপার। ফুলগাছগুলো, যেটা সাধারণত শিল্পীরা কিনারের দিকে আঁকতেই পছন্দ করে, ইচ্ছে হলে ওখানেও ঢুঁ মারি। তারপর ধরো মেঘ, যেগুলো উপরে থাকে, সেদিকেও তাকাই। ক্যানভাসের জীবন খুব একটা মন্দ নয়। ভাবতে পারো, এসবের মধ্যে তুমি কোথায়? আবার একটু অভিমানও জমতে পারে যদি ভেবে বস তোমাকে আঁকা হয় নি ভুলে।
বলব না তুমি সবখানে, কিংবা রঙ হয়ে মিশে আছ সমস্ত ছবিতে।
কিছু গোলাপ একান্তই নিজের। যেগুলো দেওয়া যায় নেড়েচেড়ে সাবধানে দেখে আবার ফিরিয়ে দেওয়ার শর্তে।