সাজঘরে রঙ নিয়ে মেতে ছিল এক প্রেমলেখক। সীমিত ক্যানভাসে রঙগুলো খুব সাবধানী। আঁকিবুকি শেষ হলে সে খুব করে কাঁদে। নোনাজল মিশে মিশে ছবিগুলো যেন এক একটা নিঃশব্দ ঘুঙুরের নর্তকী। ঘরময় তাকে ঘিরে ছবিগুলো ওড়ে।
একটা ছবি সে শতবারেও আঁকতে পারে নি। গোলাপ পুরাণের প্ররোচনায়  একটা একটা করে সে ভুলে গেছে জবাস্বপ্ন।
আরেকটা সমাপ্ত ছবি।
পুনরায় কান্না, ছবিদের ওড়াউড়ি।