জোনাকিপোকার কাছে কিছু আলো ধার চেয়েছিলাম
আর ফুলেদের কাছে কিছু গন্ধ
অপেক্ষায় আছি বহুদিন
না তাদের জানালা খোলা, না থাকে বন্ধ।
প্রবল বৈকল্যের দিন।
মাঝপথে আমাকে একা ছেড়ে চলে যায় রাতস্বপ্ন।
যেন তারা কিনতে গিয়ে হয়েছি চন্দ্র অভিশপ্ত।
সব আপাত নির্যাস ফুরিয়ে যায়
কোথা থেকে যেন ভেসে আসে চেনা সুর,
চেনা গান।
অবেলার বিষাদে একীভূত হই -
আমি আর আমার ব্যক্তিগত ফুলবাগান।