না , এবার ভালোবেসে আমি হাত পেতে বিরহ নেব না
এবার ভালোবেসে আমি মাথা নিচু করে ক্লান্ত বিকেলে বিষণ্ণ হাঁটব না -
ভালোবেসে আর আমি একান্ত নিজস্ব নামে তোমায় ডাকব না ।


এবার ভালোবেসে শক্ত করে তোমার হাতটা ধরব ঠিক ,
উদ্ধত স্পর্শের সবটুকু উল্লাসে
নগরীর ব্যস্ততম সিগন্যালে দাঁড়িয়ে
তোমার ঠোঁটে এঁকে দেব সুতীব্র প্রেমের ছাপ ।
বাতাসে ভেসে থাকা এযাবতকালের যাবতীয় প্রেমতরঙ্গ শুষে নিয়ে
নতুন করে লিখব দ্রোহ আর ভালোবাসার ইতিহাস ।
শহরময় পোস্টারে পোস্টারে , ব্যানারে, লিফলেটে -
উন্মত্ত জনসভায় , মিছিলে স্লোগানে -
সংসদ ভবন থেকে বেশ্যালয়ে
চোখ ধাঁধানো রঙিন সাজে
শুধু তুমি আমি ...
আমাদের পাগলামিটা
প্রথমদিনের গোলাপটা ...
আমাদের প্রেমটা ।


সব বিগত প্রেম নিমিষে ধ্বসে গেছে -
কালকেতু-ফুল্লুরা এখন জাদুঘরে
ধনপতি-লহনা অজ্ঞাত কোন প্যাপিরাসে ।
শুধু তুমি-আমি দৃষ্টান্ত
শুধু আমরাই একমাত্র -
শুধু আমরাই অবশেষ
শুধু আমরাই একচ্ছত্র ।