আজকাল বড্ড শোনা যাচ্ছে 'হিপোক্রিসি'র কথা
প্রেমের কবিতা দেখে ক্ষেপে ওঠেন দায়বদ্ধ কবি।'শালা হিপোক্রেট!!'
আদর্শের কবিতা, দেশের কবিতা দেখে খেপে ওঠেন চাপা কবিটি -
'কবিতা না লিখে নিজে চেঞ্জ কর না! বাঞ্চোত  হিপোক্রেট!! '
শোনা যায় বড় হিপোক্রেট, ছোট হিপোক্রেট, মাঝারি হিপোক্রেট
সুযোগ পেলেই অন্যকে 'হিপোক্রেট '
যাকে বলে ট্যাগ!
মেয়েটা তার প্রাক্তন প্রেমিককে বলছে হিপোক্রেট
জনগণ নেতাদের বলছে হিপোক্রেট
জ্ঞানী গুনিরা সিস্টেমকে বলছেন হিপোক্রেট
এতসব হিপোক্রিসি বৃত্তান্ত শোনাতে আমি আসি নি -
শুধু বলতে চাই
ঐ যে হাতটা একটু ধরায় টের পাচ্ছিলাম বুকের কাঁপন
ঐ যে কথাটা মাঝপথে থেমে গিয়েছিল
ঐ যে বড় আকুলতার 'ভালোবাসি ' বলা -
ওগুলো ক্ষণিকের বলছ?
মানলাম।
কিন্তু ওগুলোতে কোন হিপোক্রিসি ছিল না
ভালোবাসায় হিপোক্রিসি থাকে না
প্রেমিক আমি হিপোক্রেট নই।