প্রায়ই ভাবি আর তো কিছু নেই পাওয়ার
সবই তো আছে ভরে ।
একখানা ব্যর্থ মানবজীবন আছে
ঘুমের বিপরীতে কত বোধ আছে
নার্ভগুলোতে কোন মানবীর মুখ সেঁটে আছে
ক্রমাগত সৃষ্টির অপচেষ্টা আছে
আছে আম্মুর কোলের ওম
আছে স্মৃতিপৃষ্ঠা –
আছে স্বপ্নগন্ধ ।
আছে গান , আছে হিম
আছে আঁধারবিলাসের কবন্ধ ।
মাতাল করা জ্যোৎস্না আছে ,
কৃষ্ণপক্ষের কোমল মধুর ভ্রান্তি আছে
কেন যাব আমি আগে ?
কেনই বা যাওয়া ?
অজ্ঞাতে পাওয়া জীবনপাত্রে
সবই তো আছে ভরে ।