এইখানে, ঠিক এইখানে এসে থেমে গেছে -
নির্জনতার পায়ে চলা পথ।
এযাবতকালের যাবতীয় ঝড়ের সমস্ত ধূলো মেখে দেখেছি
শুঁকে দেখেছি ছাইরঙা বিষাদ
সাথে ভালোবাসার মতোন প্রেম ছিল
হাওয়া মুঞ্জরিত ফুলসুবাস -
শীতবিলাসের ওম -
কিংবা বেজায় স্বপ্নের ঘুম -
অবিরল ধারায় অকৃপণ নেমে দেখেছি
ছুঁয়ে দেখেছি -
ডুবে গেছি সে এক শ্বাসরোধী হন্তারক জেনেও।
নির্দ্বিধায় উড়ে গেছি
সমস্ত আয়ু শাদা বকের কাছে জমা রেখে
আয়ুহীন ছুটেছি
আরও এক ক্লান্ত স্বর এসে কান ছুঁয়েছে
আশ্বাস বুনেছি প্রতিমার নিষ্পলক চোখে।


সে এক খসে পড়া ফুলের জীবনী
গোত্র চেনার আগেই যে তারার মতোন খসে যায়।