একটা ইরোটিক নদীর গল্প শুনবো বলে জ্যোৎস্নার সবটা গায়ে মাখি নি। এপারটা  কিছু হলোজয়িক শীতচাদর দিয়ে মুড়ে  ওপারে দেখি অগণন কাঁচপোকা ,কিছুটা হিম সারল্যের ফাঁদ। শিশির আমার বাইনোকুলার। জমে যায়, জমে যায়, নুয়ে থাকে, নিভে যায়। এখনো কিছুটা হৃদয় হিমাঙ্কের নিচে আমার।