তুচ্ছ পাত্রে নিয়ে দেখি রত্নটি , সাময়িক আগ্রহ জন্মায়
রত্নটি পেতে ভালোবাসার কে যেন আছে কোথায়
কিছুই ছোঁব না , পাছে তুমি ফিরে তাকাও
তোমাকে দেব না কিছুই , পাছে ভালোবেসে ফেল আমায় ।


জানি , দীর্ঘকাল তোমায় করেছি বিভ্রান্ত , বেসামাল
তোমার দরজা ভ্রমণ এখন নিদারুণ লজ্জার বিষয়
যা কিছুই নিয়ে নেব , সবই তো হবে ভ্রম
তোমাকে দেব না কিছুই , পাছে ভালোবেসে ফেল আমায় ।


স্থবির আমি । লেখা থেমে যায় , পাঠে অক্ষম
কি করে লিখি চিঠি বলো ? কিংবা সকরুণ অনুনয় ?
সত্যটা খুবই সাধারণ । উপমাগুলো মিথ্যা , বাঙময়
তোমাকে দেব না কিছুই , পাছে ভালোবেসে ফেল আমায় ।


চলে আসি ।


রত্নটা  তুলে রাখি , ফিরিয়ে দিই পুনরায়
অসামর্থ্যের দীর্ঘতা নিতান্তই হাস্যকর শোনায়
দিই না কিছুই । ভাষাহীন । নিথর । অসহায় ।
তোমাকে দেব না কিছুই , পাছে ভালোবেসে ফেল আমায় ।
( মূল কবিতা : Nothing  , James Fenton )