এককণা ধূলির নক্ষত্র হয়ে ওঠার গল্পটা পড়ে দেখো -
নিজেকে মনে হবে অপার শূন্যতার অর্বুদ
বিজনে পড়ে আছে ওড়নাটা
লেগে আছে অশ্রুস্মৃতি
ভালোবাসার ঘনঘটা ।
সে আমার ত্রয়োদশ বিকেলের স্বপ্নাহত পাখি
সে আমার কেটে যাওয়ার ক্ষণ -
তন্দ্রাবিলাস
ঝড় । আচমকা ।
এরকম শবাধারে উপচে আছে চিরহরিতের মালা
উদ্ধত লণ্ঠন
তবুও শেষবারের ধ্যানমুগ্ধতা ।
বালিয়ারি উষ্ণতায় আর নৈর্ব্যক্তিক খাদে -
আচমকা সুর নেয়া ট্রাম্পেটে
তুমি থাকো
আমি থাকি না ।