অগণিত তুমি ভাসতে ভাসতে চলে এসো শীতপ্রহরের বারবেলায়। প্রেমের উপকূলে আছড়ে পড়ে তুমি আলতো করে ছুঁয়ে যেও পা। দুঃখসংক্রান্তি পার করে এসে আচমকা ভেঙে দিও কাঁচা ঘুম। এ আমার বিলাসী মেঘের নরম চাউনি নয়, এ আমার সদ্যপ্রসূত নোনাজল। ইতিউতি খুঁজে ফেরা। পিপাসুর নতুন পানকৌশল। আদিশ্লোকের ফুলঝুড়ি। শীতঘুমে ফুল পোড়ে,  অঞ্জলি তবু দিয়ে যাই। ভালোবাসায় কাছে ছিলে, বিরহেও যেন পাশে পাই।
বংশলতিকা আঁকড়ে ধরে  তুমি বেড়ে ওঠো সোনা। ফেলে যাও দাঁড়ি, কমা যতি। সময়ের প্রত্যুৎপন্নমতি।